আখাউড়ায় অটোরিকশাচালকের ছুরিকাঘাতে দোকান কর্মচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 23 October 2025, 43 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকের ছুরিকাঘাতে জীবন মিয়া (২৬) নামে এক মিষ্টির দোকানের কর্মচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পৌরশহরের সড়ক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জীবন মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে। তিনি স্থানীয় ভিআইপি সুইটমিট দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের পণ্য আনার সময় সড়কে জীবন মিয়ার সাথে অটোরিকশাচালক সাফায়েতের কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর সাফায়েত ধারালো ছুরি নিয়ে দোকানে গিয়ে জীবনের ওপর হামলা চালান। হাতাহাতির একপর্যায়ে তিনি জীবনের বুকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন ও দোকানের কর্মচারীরা সাফায়েতকে আটক করে গণধোলাই দেয় এবং আহত অবস্থায় তাদের দু’জনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জীবন মিয়াকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত সাফায়েত প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত চালককে আটক রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।