নাসিরনগরে চিহৃিত ডাকাত সর্দার ছেলু গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 15 March 2025, 7 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশেষ অভিযান চালিয়ে চিহৃিত ডাকাত দলের সর্দার ছেলু মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।আটককৃত সেলু মিয়া জেলার নাসিরনগর থানার দাঁতমন্ডল গ্রামের মৃত ছিফত আলীর ছেলে। পুলিশের মিডিয়া উংসের তথ্য থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাসিরনগরের দাঁতমন্ডলে অভিযান চালিয়ে চিহৃিত ডাকাত সর্দার ছেলু মিয়া কে গ্রেফতার করতে সক্ষম হয়। তার গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে নাসির নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খাইরুল আলম জানান, তার বিরুদ্ধে ৪ টি ডাকাতি মামলা, ১ টি দস্যুতা  ও তিনটি চুরির মামলা চলমান রয়েছে। আসামীর বিরুদ্ধে আইনআনুগ ব্যাবস্হার অংশ হিসেবে বিচার কার্যের জন্য তাকে অদ্য ই আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি বলেন, দেশের শান্তি ও শৃংখলা নির্বিঘ্ন করতে  চুরি, ছিনতাই,ডাকাতি, রাহাজানি এইসবের বিরুদ্ধে আমাদের নিয়মিত  অভিযান অব্যাহত থাকবে।