ব্রাহ্মণবাড়িয়ায় নজরুল জয়ন্তীতে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়া, 25 May 2022, 195 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মে) সন্ধ্যায় জেলা শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ।

এ সময় বক্তারা কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। পরে স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।