বাংলাদেশের ব্যবসায়িদের ফল-মিষ্টি দিলেন আগরতলা পৌরসভার মেয়র

ব্রাহ্মণবাড়িয়া, 15 March 2025, 8 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : দিপাবলী উপলক্ষ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌরসভার মেয়র দীপক মজুমদার বাংলাদেশী ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়াট আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের শুন্য রেখায় তিনি বাংলাদেশী ব্যবসায়ীদের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় হয়। আগরতলার মেয়রের পক্ষ থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের মিষ্টি ও ফল উপহার দেওয়া হয়।
শুভেচ্ছা বিনিময়কালে আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আক্তার হোসেন, ব্যবসায়ি নেসার ভূইয়া, আমদানি ও রপ্তানিকারক অ্যাসিয়েশনের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ শানু বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন।
ভারতীয়দের পক্ষে ছিলেন ত্রিপুরা রাজ্যের আগরতলা, সীমান্তপুর ও বিলোনিয়া স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ নন্দী, আগরতলা আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ প্রমুখ।