ব্রাহ্মণবাড়িয়ায় ভোরের সাথীর আনন্দ ভ্রমণ ২০২৪ র‌্যাফেল ড্র এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

ব্রাহ্মণবাড়িয়া, 17 February 2024, 52 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ভোরের সাথীর আনন্দ ভ্রমণ ২০২৪ র‌্যাফেল ড্র এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৭ ফেব্রুয়ারী সকালে শহরের লোকনাথ দিঘীর পাড়ে ভোরের সাথী সংগঠনের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোরের সাথী সংগঠনের সদস্যসহ নানা শ্রেনীপেশার মানুষ।
এ সময় ৭০ জন ভাগ্যবান প্রতিযোগীকে পুরষ্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ভোরের সাথীর সভাপতি আতিকুল হক আতিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোরের সাথী সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির খাঁন দুলাল, সহ-সভাপতি এডঃ শাহআলম খন্দকার, ফয়সাল আহমেদ ওয়াকার, ইকবাল হোসেন সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ ভূইয়া, যুগ্ম সম্পাদক, আল মামুন সরকার, জাকারিয়া মাসুদ নোয়াব, মোঃ সবুর মিয়া, মোঃ কামাল হোসেন, আব্দুল মান্নান, আলী মাসুম, আল আমিন, সুভাষ দাস, আক্তার হোসেন, মোঃ হোসাইন, মোঃ সানি, মোঃ জাকির হোসেন প্রমুখ।
প্রথম পুরষ্কার পান মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেল ।এ সময় ১ম পুরষ্কার পাওয়া আশেক মান্নান হিমেল তার অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বলেন, ক্যাপ্টেন জয়নাল আবেদিনের পাওয়া উপহার টিকিটেই আমি এ পুরষ্কারটি পেয়েছি তাই আমি আমার এ পুরষ্কারটি তাকে উৎসর্গ করছি। ভোরের সাথী সংগঠনটি আমাকে তাদের এমন আনন্দ আয়োজনে আমাকে রাখার জন্য সংগঠনের সবাইকে অভিনন্দন জানাই।এ সময় তিনি তাদের যেকোন মানবিক সামাজিক কাজে পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন। তিনি আরও বলেন মানবিক সামাজিক সব কাজে সব ব্যাক্তি বা প্রতিষ্ঠানের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ৪৩ সদস্যের কমিটির এ সংগঠনটি একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন। এ সংগঠনের কাজই হলো সামাজিক কাজের পাশাপাশি সুখে দুখে অসহায় মানুষের পাশে থেকে কাজ করা । স্বাস্থ্যই সকল সুখের মূল এজন্য ভোরের সাথী সংগঠনের সদস্যরা ভোরে লোকনাথ দীঘির পাড় একসাথে হাটাহাটি করার পাশাপাশি সামাজিক কাজের সাথে সম্পৃক্ত।বিভিন্ন পেশাজীবির মানুষ সংগঠনটির সাথে সম্পৃক্ত। ২০০২ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি সমাজসেবা অধিদপ্তরে একটি লাইসেন্সপ্রাপ্ত সংগঠন। আমরা মানবিকতা ও আনন্দ আয়োজনের মাধ্যমে এগিয়ে যেতে চাই।সামাজিক কাজের প্রত্যয় নিয়েই সংগঠনটি প্রতিষ্ঠিত। ভবিষ্যতে ও আমাদের এর ধারাবাহিকতা বজায় থাকবে।