হালিমা খানম, ব্রাহ্মণবাড়িয়াঃ পহেলা ফাল্গুন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কাউতলীর ফারিয়া’স মেকওভার স্টুডিও এন্ড মিরর স্কিন এর পক্ষ থেকে ফ্রী তে মেহেদী উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টাই মেহেদী উৎসব উদ্বোধন করেন ফারিয়াস মেকওভার স্টুডিও এন্ড মিরর স্কিন প্রতিষ্ঠানের কর্নধার ফারিয়া তাসনিন বর্ষা।
পহেলা ফাল্গুন ও বসন্ত বরন মেহেদী উৎসবটি র্যালির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অবকাশ চত্বরে এসে শেষ হয়। দিনব্যাপী বসন্তবরণ উৎসবে ছিল, বিনামূল্যে মেহেদী লাগিয়ে দেয়া।
বিভিন্ন দর্শনার্থীরা ও মেহেদী লাগানো নারীরা জানায়, বসন্তবরণ আমাদের সাংস্কৃতির একটা অংশ। প্রথমবারের মত বসন্তবরণে মেহেদী উৎসব পালিত দেখে আমরা খুব আনন্দিত। ফারিয়াস মেকওভার স্টুডিও এন্ড মিরর স্কিন পার্লারের এমন কাজকে সাধুবাদ জানাই। আমরা চাই প্রতিবছর বসন্তবরণ উৎসবে এমন কাজ চলমান থাকুক।
ফারিয়াস মেকওভার স্টুডিও এন্ড মিরর স্কিন এর কর্নধার ফারিয়া তাসনিন বর্ষা বলেন -বসন্ত পুরনো জীর্ণতা জেড়ে ফেলে নতুন শক্তি নিয়ে নতুন রূপে আবির্ভাব ঘটার শিক্ষা দেয়। প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমার প্রতিষ্ঠানের সৌজন্যে দিনব্যাপী বসন্তবরণ ও ফ্রি তে মেহেদী উৎসব পালন করে আমি খুব আনন্দ পেয়েছি এবং যারা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছে ও মেহেদী লাগিয়েছে তারাও অনেক খুশি। প্রতি বছর বসন্ত বরণে এই কাজ টি অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।