ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংরক্ষিত সদস্য নির্বাচিত হলেন যারা

ব্রাহ্মণবাড়িয়া, 18 October 2022, 86 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) ভোট গননা শেষে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোটের ফলাফল জানা যায়।

ফলাফল অনুযায়ী সংরক্ষিত সদস্য পদে নির্বাচন জয়ী হলেন যারা- সংরক্ষিত সদস্য পদে ১নং ওয়ার্ডে (নাসিরনগর, সরাইল ও আশুগঞ্জ) বিউটি কানিজ টেবিল ঘড়ি প্রতীকে ২০৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনার কলি ফুটবল প্রতীকে পেয়েছেন ৯০ভোট।

সংরক্ষিত ২নং ওয়ার্ডে (সদর, বিজয়নগর ও কসবা) রুমানুল ফেরদৌসী ফুটবল প্রতীকে ২৫৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মারহুমা বেগম মাইক প্রতীকে পেয়েছেন ৯৫ ভোট।

সংরক্ষিত সদস্য পদে ৩নং ওয়ার্ডে (আখাউড়া, নবীনগর ও বাঞ্ছারামপুর) সনি আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ২৯৯ ভোট৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুন্নাহার বেগম মাইক প্রতীকে পেয়েছেন ১৯৯ ভোট।

এই ফলাফল ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান নিশ্চিত করেন।