গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1168420 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে দেড় বছরের সাজাপ্রাপ্ত নুরুল ইসলাম (৩৮) নামের এক কয়েদি মারা গেছেন। শুক্রবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুরুল ইসলাম জেলার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুরের সৈয়দ আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন জানান, নুরুল ইসলাম একটি মাদক মামলার দেড় বছরের বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। গত একমাস আগে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে৷ আজ ফজরের নামাজের পর তিনি অসুস্থ হয়ে পড়েন৷ পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।