নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর বাংলাদেশ গড়া ও তরুণ প্রজন্মকে দেশ ভাবনায় উদ্বুদ্ধ করে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ ও উদ্দেশ্যকে সামনে রেখে বিজয়ের ৫০ বছরে ‘বাংলাদেশের দাওয়াত’ শিরোনামে সৃজনশীল প্রতিযোগীতা পুরস্কার বিতরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
রবিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মসজিদ রোডস্থ গ্র্যান্ড এ মালেক কনভেনশন হলে জাতীয় সংগীত দিয়ে আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানে প্রবীনরা দেশের পতাকা নবীনদের হাতে তুলে দিয়ে আগামীর অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা যেন তারা ধরে রাখে শক্ত হাতে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। রতন কান্তি দত্তকে মুক্তিযুদ্ধা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন, রিয়াজ উদ্দিন জামি প্রেসক্লাব সভাপতি। বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক জেলা নাগরিক ফোরাম। কবি দেওয়ান মারুফ, গীতিকার ও ক্রীড়া সংগঠক। দীপক চৌধুরী বাপ্পি, সভাপতি জেলা সাংবাদিক ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া। মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। আব্দুল মালেক, সম্পাদক দৈনিক ফ্রন্টিয়ার। আবু কাউসার, সভাপতি বিআরডিবি সদর উপজেলা। হেদায়েতুল আজিজ মুন্না সভাপতি, ডিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শুভন। জাকারিয়া জাকির, নির্বাহী সম্পাদক জনতার খবর। নিহার রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক জেলা খেলাঘর আসর। শামিম আহমেদ, নোঙ্গর ব্রাহ্মণবাড়িয়া। সোহেল আহাদ, আবৃত্তি শিল্পী ও সংস্কৃতি কর্মী। সফিকুল ইসলাম, যমুনা টিভি প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। আবরনী আবৃত্তি সংগঠনের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ। স্বপ্নতরী সামাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাহের উদ্দিন ভূইয়া। কোহিনূর আক্তার প্রিয়া, সভাপতি প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া। মনিরুল ইসলাম শ্রাবণ, সভাপতি কবির কলম। তিতাস হুমায়ুন, সাধারণ সম্পাদক কবির কলম। ফাহিম মুনতাসীর, জেলা যুবমৈত্রী ব্রাহ্মণবাড়িয়া। স্বপন মিয়া, সভাপতি বইমুজুর ব্রাহ্মণবাড়িয়া। আদিত্ব্য কামাল, বার্তা সম্পাদক জনতার খবর। আসাদুজ্জামান আসাদ, সম্পাদক স্বাধীকার নিউজ। জসিম আহমেদ রবিন, যুগ্ম সম্পাদক জেলা ছাত্রলীগ। হৃদয় কামাল, সঙ্গীত শিল্পী।
নৃত্য পরিবেশন করে আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র। দলীয় আবৃত্তি করেন সোনালী সকাল সংগঠন। সংগীত পরিবেশন করেন রানা।
আয়োজক- আরমান, তরিকুল ইসলাম, শিপন, নাইম ভূইয়া, ফয়সাল ভূইয়া, মোজাহিদ আলম, ইফরান হোসাইন হিমেল, ও নূরে সিফাত। এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল মতিন শিপন।