কবির কলম ও সোনালী সকালের আয়োজনে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপিত 

সাহিত্য, 10 May 2025, 36 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : কবি ও কবিতা বিষয়ক সংগঠন কবির কলম ও নতুনদের মত প্রকাশের মঞ্চ সোনালী সকালের উদ্যোগে সংগঠনের টেংকেরপারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা ও স্বরচিত কবিতা পাঠের আয়োজন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কবি ও নাট্য ব্যক্তিত্ব মান্নান সরকার, নারী নেত্রী ফজিলাতুন্নেছা, কবি রোকেয়া বেগম কেয়া,কবি রোদ্র মোহাম্মদ ইদ্রিস, আবৃত্তি শিল্পী জুনায়েদ আহমেদ শিবলী, আদিত্য কামাল, এম এম ইকরাম, ইসরাত জাহান, কবির কলম এর সদস্য সচিব মুরাদ আল হাসান, যুবায়েদ আহমেদ,কবি গোলাম মোহাম্মদ মোস্তফা, কবি ইকরাম হোসন,মোস্তফা জাফরি হামীম, তারেকুর হাসান তারেক, মোহাম্মদ বিন সালাউদ্দিন,মুবিন, রেশমা আক্তার সহ আরো অনেকেই।

সোনালী সকাল সংগঠনের সভাপতি ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় কবি কলম সংগঠনের আহবায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত সবাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবনের নানা দিক নিয়ে মুক্ত আলোচনা ও কবিকে উৎর্গ করে কবিতা পাঠ করে।