
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমি উদ্দিন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন।
মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এবং তথ্য দিন, সেবা নিন এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২১ জানুয়ারী) দেবগ্রাম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আসাদুজ্জামানের সভাপতিত্বে ও আখাউড়া থানার কনফারেন্স রুমে আখাউড়া ইমাম পরিষদের সকল ইমামদের সাথে মতবিনিময় কালে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কাজী মাঈনুদ্দিন, আখাউড়া থানা জামে মসজিদ ও আখাউড়া ইমাম পরিষদ এবং মাওলানা আসাদ আল হাবিব, প্রিন্সিপাল মহিসুন্নাহ মাদ্রাসা সহ আরো আখাউড়া বিভিন্ন ইউনিয়ন হতে আগত বিভিন্ন মসজিদের ইমামগন।প্রধান অতিথি অফিসার ইনচার্জ, জনাব ছমিউদ্দিন তার বক্তব্যে বলেন- সমাজ থেকে মাদককে নির্মুল করতে হবে এবং মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরন করে সকলকে সহযোগিতার আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না। তাহাছাড়া সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধকল্পে তথ্য প্রদান করে সহযোগীতা করার জন্য তিনি উপস্হিত সকলকে অনুরোধ করেন। আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৫০ জন ইমাম উপস্থিত ছিলেন।