সরাইলে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন 

ব্রাহ্মণবাড়িয়া, 11 March 2025, 10 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিসে চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরাম হোসেন। এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সিরাজুম মুনীরা কায়ছান, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান বক্তব্য রাখেন। এসময় সরাইল প্রেসক্লাবে সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, উপজেলা প্রেসক্লাবে সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক মোঃ রিমন খানসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ ও কৃষক, কৃষাণীসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন  কৃষিবিদ হুমায়ুন কবির। কৃষি মেলায় ৯টি বিভিন্ন স্টলে ফসল উন্নয়ন ও উৎপাদন বিষয়ে তথ্য প্রদর্শন করা হয়। এছাড়াও বিভিন্ন সবজি ও ফলের চারা উৎপাদন রোপন বিষয়ক তথ্য, জৈব সার উৎপাদন ও ব্যবহার বিষয়ে কৃষক এবং কৃষাণীদের পরামর্শ প্রদান করা হয়। আগামী ১৩ই মার্চ এ কৃষি মেলার সমাপ্তি হবে।