
বিআরডিবিভূক্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর ৫২ তম বার্ষিক সাধারণ সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদীদল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জননন্দিত জননেতা ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল।
সভাপতিত্ব করেন জাতীয়তাবাদীদল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সাবেক সাধারণ ও সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইউসিসি লি.(বিআরডিবি) মোঃ আলী আজম।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদীদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সহ সভাপতি এড. শফিকুল ইসলাম (পিপি), ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের প্রাক্তণ ভিপি জাতীয়তাবাদীদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক এড. আনিসুর রহমান মঞ্জু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহ সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মোঃ রায়হান উদ্দিনের সঞ্চালনায় সকল সমিতির সভাপতি ম্যানেজারদের পক্ষে বক্তব্য রাখেন তিতাস বার্তা’র নির্বাহী সম্পাদক র্শিক্ষানুরাগী আফজালুর রহমান রিপন।
বিআরডিবি কর্মকর্তা কর্মচারী, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামের সভাপতি, ম্যানেজারসহ দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।