ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 29 July 2025, 106 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪০-৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. কাউসার আলম জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কলেজগেট এলাকায় চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে ওই ব্যক্তি কাটা পড়েন। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ব্যক্তির পরিচয় শনাক্তে নিহতের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার জন্য পিবিআইকে অনুরোধ করা হয়েছে।