পৃথক ২টি অভিযানে হত্যা ও নাশকতা মামলার ২ জন পলাতক আসামীকে গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া, 5 September 2024, 31 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও সদর উপজেলায় পৃথক দুইটি অভিযানে হত্যা ও নাশকতা মামলার ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
র‌্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গত ৪ সেপ্টেম্বর অনুমানিক ১৮:২০ ঘটিকায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকায় অভিযান পরিচালনা করে (চুনারুঘাট থানার মামলা নং ০৮, তারিখ-২২ আগস্ট ২০২৪ইং ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩০২/৩৮০/৩৪ পেনাল কোড) এর মূলে হত্যা মামলার অন্যতম পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল হক (৪০), পিতা-আলীম উল্লাহ, চুনারুঘাট, হবিগঞ্জ।
এছাড়াও দিনের অপর একটি অভিযানে গত ৪ সেপ্টেম্বর আনুমানিক ১৯:৪৫ ঘটিকায় হবিগঞ্জ সদর উপজেলা থেকে হত্যা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা সৃষ্টিকারী মামলায় (হবিগঞ্জ মডেল থানার মামলা নং ১২, তারিখ-২১ আগস্ট ২০২৪ইং ধারা ১৪৩/১৪৪/ ৩০৭/৩২৬/৩০২/১১৪/৩৪ পেনাল কোড) এর মূলে কাশেম মিয়া (২৭), পিতা-মৃতঃ লাল মিয়া, বানিয়াচং, হবিগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও, উপরিউক্ত মামলাদায়ের অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।