রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে আগুন দিয়ে ও ভাঙচুর করে লুটপাট চালিয়েছে উগ্র ধর্মান্ধরা। আগুন ও লুটপাটে সর্বস্বহারা মাঝিপাড়া গ্রামের বাসিন্দাদের বেশিরভাগই এখনো মন্দিরেই আছেন।
রোববার (১৮ অক্টোবর) রাতে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে মাঝিপাড়া এবং আশেপাশের তিন গ্রামের ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ভাঙচুর ও লুটপাট হয় ৩৫টি বাড়িতে। শাহ বায়েজীদ আহমেদের প্রতিবেদন।
এখনো সর্বস্ব হারানোর কান্না থামেনি পীরগঞ্জের মাঝিপাড়া গ্রামের বাসিন্দাদের। তারা বলছেন, রোববার রাতে আকস্মিকভাবে তাদের ওপর এই নেমে আসে এই ভয়াবহ তাণ্ডব।
আর আগে ফেসবুকে ধর্ম অবমাননা সংক্রান্ত কোন একটি প্রচারের জেরে সেখানে জড়ো হয় হাজার হাজার মানুষ। খবর পেয়ে ছুটে আসেন প্রশাসনের লোকজন। কিছুক্ষণ আলোচনাও চলে দু’পক্ষের ।
এর মধ্যেই খবর আসে আশপাশের কয়েকটি শুরু হয়েছে আগুনের তাণ্ডব। চলে ভাংচুর আর লুটপাট। প্রাণ বাঁচাতে ৬৫টি পরিবারের সবাই আশ্রয় নেন গ্রামের রাধাগোবিন্দ মন্দিরে।
রাতে ঘটনাস্থলে ঘুরে প্রশাসনের কর্মকর্তারা জানান, কিছু বুঝে ওঠার আগেই তাণ্ডব চালায় দুর্বৃত্তরা।
এরপর বেলা ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
ওই এলাকার সবার নিরাপত্তায় রাত থেকে পাহারায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।