কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 5 May 2025, 29 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে সাকিব মিয়া (১৮) নামের এক তরুন নিহত হয়েছে। সুজিত বর্মন (৩৫) নামের এক ভারতীয় নাগরিক আহত হয়েছে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে হাসপাতাল থেকে নিহতের লাশ গ্রামের বাড়িতে নিয়ে এলে কান্নার রোল পড়ে যায়।

নিহত সাকিব মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা পুরাতন গুচ্ছ গ্রামের মোতাহার মিয়ার ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সর্বকনিষ্ঠ সাকিব মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তের পুরাতন গুচ্ছ গ্রাম সীমান্তে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে সাকিব মিয়াসহ কয়েকজন বাংলাদেশের অভ্যন্তরে অবস্থানকালে ভারতীয় বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে বাংলাদেশী তরুন সাকিব মিয়া ও ভারতীয় নাগরিক সুজিত বর্মণ আহত হয়েছে। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ঢাকায় একটি বে-সরকারি হাসপাতালে নিয়ে যায়। সোমবার সকালে সাকিব মিয়া মারা গেছে। চিকিৎসাধীন রয়েছেন ভারতীয় নাগরিক সুজিত বর্মণ। দুপুরে লাশ নিহতের বাড়িতে নিয়ে এলে কান্নার রোল পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বিজিবির সদস্যরা নিহতের বাড়িতে যায়।

নিহতের বাবা মোতাহের হোসেন বলেন, আমার ছেলে বাংলাাদেশের ভিতরে ছিল। বিএসএফ গুলি করে আমার ছেলেকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।
স্থানীয় জনৈক বাসিন্দা বলেন, সীমান্তে বাংলাদেশেই অবস্থান করছিলেন সাকিব। সীমানায় অবস্থান করায় ভারতীয় বিএসএফ সাকিবকে পাখির মত গুলি করে খুন করা হয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লেফট্যাটেনেন্ট কর্ণেল মো. জিয়াউর রহমানসহ বিজিবির একাধিক কর্মকর্তার মুঠোফোনে ফোন করলেও তাদের পাওয়া যায় নাই।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম জানান, গভীর রাতে সীমান্ত দিয়ে ভারত থেকে মোটরসাইকেল আনার সময় বিএসএফের গুলিতে আহত সাকিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অপর একজন ভারতীয় নাগরিক সুজন বর্মণ ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।