পরে গুরুতর আহত হানিফকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্ত্রী মুক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ মিয়া পেশায় অটোচালক। তিনি আখাউড়ার কলেজপাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন। হানিফ ও তার স্ত্রী মুক্তার মাঝে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে ঘরে পড়ে থাকা কাচের ভাঙা অংশ মুক্তা তার স্বামীর গলায় ঢুকিয়ে দেয়। গুরুতর আহত অবস্থা হানিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় প্রতিবেশীরা। পরে বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মহিন উদ্দিন জানান, হানিফ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।