ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বুধন্তি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভিজিডির ১৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে হল রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করলে ১৩ বস্তা ভিজিডির চাল দেখতে পাওয়া যায়।
নবনির্বাচিত চেয়ারম্যান কাজী সায়্যিদুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যান আমাদেরকে দায়িত্ব হস্তান্তরকালে অবণ্টনকৃত চালের বস্তাগুলো দেখতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়।
সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিতু মিয়া বলেন, ভিজিডির চালগুলো সুবিধাভোগীরা না নেওয়াতে রয়ে গেছে।
ইউপি সচিব মো. আবুল হোসেন বলেন, রুমের চাবি চেয়ারম্যানের কাছে থাকে এবং তিনি বণ্টন না করে রেখে দিয়েছেন। এই বিষয়ে কিছু জানি না এবং চেয়ারম্যান আমার কথা শুনত না।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ১৩ বস্তা চাল জব্দ করা হয়েছে এর মধ্যে ভাল ২ বস্তা চাল নতুন চেয়ারম্যানকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত প্রতিবেদনের জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।