বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া, 22 March 2025, 48 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার জেলার টেংকেরপাড় থেকে শুরু হয়ে জেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব এর সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে সমাপ্ত করে। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি হাফেজ মাওঃ আঃ আজিজ খন্দকার।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মুহসিনুল হাসান, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা নির্বাহী সভাপতি মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান চৌধুরী, দপ্তর সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম। পরিচালনা করেন জেলা সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমী। বিক্ষোভ মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লব এর সামনে মোনাজাত করেন জেলা সভাপতি হাফেজ মাওলানা আঃ আজিজ খন্দকার।
বক্তাগন বলেন ইজরায়েল রচিত হামলার নিন্দা ও প্রতিবাদ করে বলেন বিশ্ব বিবেক আজ চুপ কেন , জাতিসংঘ নিরব কেন, এবং ভারতে গনহারে মুসলমানদের উপর হামলা ও হত্যার নিন্দা ও প্রতিবাদ করে বলেন ভারতীয় ও ইজরায়েলী পর্ণ বর্জনের আহবান জানান।