গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ব্রাহ্মণবাড়িয়া হার্ট ফাউন্ডেশন হাসাপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া, 17 March 2024, 23 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের চতুর্থ বারের নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী নির্বাচিত হওয়ায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসাপাতাল ব্রাহ্মণবাড়িয়া’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রোববার (১৭ মার্চ) বিকেলে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে তাঁকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিন্টু ভৌমিক, কার্যকরী কমিটির সদস্য এইচ, এম, জাকারিয়া জাকির, প্রফেসর সামসুজ্জামান, মো. জামাল উদ্দিন, পলাশ ভট্রাচার্য, কে এম জাকারিয়া ও অন্যান্য সদস্যবৃন্দ। এ-সময় তিঁনি হার্ট ফাউন্ডেশন এর খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে সেবার জন্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।