
গাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার পর বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের বাড়িতে গিয়ে আমরণ অনশনে বসেছে এক স্কুলছাত্রী।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ আগস্ট) গাজীপুর মহানগরের বিপ্রবর্থা এলাকায়।
এদিকে প্রেমিক শিশির বিশ্বাস কিশোরীর মনের বিশ্বাসে পানি ঢেলে পালিয়েছে বাড়ি ছেড়ে।
নগরের মিরেরগাঁও এলাকার অনশনকারী শিক্ষার্থী জানায়, তিন বছর আগে থেকে দশম শ্রেণীতে পড়ুয়া ওই শিক্ষার্থীর সাথে পাশের বিপ্রবর্থা এলাকার শিশির বিশ্বাসের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে।
দুই মাস আগে শিশিরকে ওই মেয়ে বিয়ের জন্য চাপ দিলে তাদের সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে। নিরুপায় হয়ে ঐ শিক্ষার্থী মঙ্গলবার সকাল থেকে প্রেমিক শিশিরের বাড়িতে আমরণ অনশনে বসেছে।
এ বিষয়ে সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসএম ফারুক আহমেদ জানান, ঘটনাটি এইমাত্র জানলাম। এ বিষয়ে ছেলে ও মেয়ের অভিভাকের সঙ্গে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত সুরাহা করার চেষ্টা করবো।