আবারো নির্বাচিত হলেন চেয়ারম্যান শওকত আলী

জনতার কন্ঠ, 31 January 2022, 271 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণী ইউনিয়ন এ আবারও নির্বাচিত হলেন চেয়ারম্যান শওকত আলী। কাইতলা বাসি মনে করেন উনি একজন সৎ নিষ্ঠাবান ন্যায় বিচারক তাই বিপুল ভোটে পূর্ণ নির্বাচন করলেন নৌকার মাঝি শওকত আলী চেয়ারম্যান কে।

উল্লেখ্য যে গত টার্মে ও উনি এই ইউনিয়ন এর চেয়ারম্যান ছিলেন। এবং এলাকার উন্নয়নের জন্য সজাগ দৃষ্টি রেখেছেন আর হাতে যে বাকি কাজগুলো আছে এগুলি সম্পন্ন করার জন্য উনার মত চেয়ারম্যানের প্রয়োজন বলে কাই তলার মানুষ মনে করেন।

এবারে বিজয়ের পরে জনগণের মনে আশার সঞ্চার হয়েছে যে কাইতলার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন সাধন হবে।