খুলনায় করোনা আতঙ্ক বাড়ছে মৃতের সংখ্যা

জাতীয়, 17 July 2021, 490 বার পড়া হয়েছে,

করোনয় মৃত্যু হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে সারা বাংলাদেশ খুলনার অবস্থা অনেকটা শোচনীয় হাসপাতলে সিটের ব্যবস্থা নেই এবং মৃত্যুর হার অনেক বেশি। আসুন আমরা সচেতন হই মার্কেটিং গরুর হাট বিভিন্ন জনসমাগম থেকে নিজেকে দূরে রাখি এবং অন্যকেও নিরাপদে রাখি।

যে হারে গরুর হাটে যাচ্ছেন,মার্কেটে রেস্টুরেন্টে যাচ্ছেন আপনারা ১৪ দিন পর এই ছবির চেয়ে বয়াবহ রুপ নিয়ে দাড়াবেন।বিষ্ফোরনের অপেক্ষা করুন,

♦️বিঃদ্রঃ ছবিটা খুলনা মেডিকেলের আর খুলনা বাংলাদেশেই জানেন তো না?????

চিন্তা করুন, যেই চাদরে শুয়ে ছিলেন তাতেই মুড়িয়ে পলিথিনে পেচিয়ে রেখেছে আপনাকে।
দম বন্ধ হয়ে আসছে,ভয় লাগছে।নড়াচড়া করা যাচ্ছে না।বাধন গুলো খুব শক্ত!গা কেটে যাচ্ছে।কিন্তু চিৎকার করলেও কেউ শুনতে পাচ্ছে।আপনি চিৎকার করে যাচ্ছেন, “আমাকে এভাবে বেধো না,এভাবে রেখো না।মাত্রই মালাকুল মউত আমার রুহ নিয়েছে। আমার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে।আস্তে!তোমরা আমাকে আস্তে ধরো!!”

তবুও কেউ শুনছে না। এভাবেই জীবন clenbuterol injection price প্রদীপ নিভে গেলে কেউ শুনতে পাবে না তোমার আর্তনাদ মূল্যহীন হবে তোমার এই দেহখানি ।