ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া, 1 November 2021, 522 বার পড়া হয়েছে,

আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে হঠাৎ বেড়ে গেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। স্থানীয় বড় ভাইদের ছত্রচ্ছায়া আর আধিপত্য বিস্তার নিয়ে গত রবিবার দুপুরে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। তবে কী কারণে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে প্রতিদিনই স্কুল ছুটি হওয়ার পর আধিপত্য বিস্তার নিয়ে এসব সংঘর্ষের ঘটনা ঘটছে। গত রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে একই কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে নানান মন্তব্য করেন অনেকে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও খেলাঘরের সভাপতি ডা. মো. আবু সাঈদ বলেন, সারাদেশেই কিশোর গ্যাংয়ের উৎপাত। আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে এখনই সচেতন হতে হবে। অন্যথায় আমাদেরকে বিপর্যয়ের মুখে পড়তে হবে।

সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, কিশোরদের অপরাধরোধে সামাজিকভাবে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে পুলিশ। বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। এ বিষয়ে অভিভাবকদেরকেও সচেতন হতে হবে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ১ নম্বর পুলিশ ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. রহুল আমিন জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষ পালিয়ে যায়। তবে তাদের সংঘর্ষের কারণ জানা যায়নি।