কসবায় পুলিশের অভিযানে ৯৮ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 24 March 2025, 14 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ৯৮ (আটানব্বই) কেজি গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। পুলিশ ও মিডিয়া উইংসের তথ্য মতে, কসবা থানার পুলিশের একটি চৌকস টিম সোমবার (২৪ মার্চ )ভোর ০৬:০০ টার দিকে কসবা থানার কুটি ইউনিয়নের রানিয়ারা পূর্বপাড়া পানিয়ারূপ টু কাঠেরপুল গামী পাকা রাস্তার উপর বাদরখাল ব্রীজের পূর্বপাশে  শিরু মিয়ার খালি ভিটার উপর ঝোপের মধ্য থেকে উল্লেখিত গাঁজা উদ্ধার করে ও জব্দ করে।পরবর্তীতে আইনআনুগ ব্যাবস্থার অংশ হিসেবে উক্ত মাদকের সাথে জড়িত মাদক কারবারী মোঃ জসিম উদ্দিন (৪৫), রমজান প্রকাশ মেছতা রমজান (৩৫), রমজান (৩৬), ও সজল (২৭) কে আসামী করে তাদের বিরুদ্ধে কসবা থানায় মামলা রুজু করে। এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ আব্দুল কাদের জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।এর সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবেনা। আমাদের অভিযান অব্যাহত থাকবে।