শেখ রাজেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ভাবির দায়ের করা নারী নির্যাতন মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. আলমগীর কবির তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুবের বড় ভাই জাকির হোসেন সৌদি আরবে থাকেন। মাহবুব তার ভাবি রেহেনা আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করতেন। রেহেনাকে শ্বশুরবাড়ির কোনো ঘরে থাকতে দেওয়া হয় না বলে তিনি বাবার বাড়ি থেকে টাকা এনে একটি ঘর নির্মাণ করেন। একপর্যায়ে মাহবুব ও আরেক প্রবাসী ছোট ভাই মোস্তফা হোসাইন ওই ঘরটিও দখল করেন। ২০২০ সালের ১ আগস্ট রেহেনা ও তার ছেলেকে মারধরও করা হয়। এসব ঘটনায় ৪ আগস্ট রেহেনা বাদী হয়ে আদালতে মামলা করেন। ইতোপূর্বে মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন মাহবুব
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হেসেন শোভন জানান, পারিবারিক একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন মাহবুব। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।