ব্রাহ্মণবা‌ড়িয়ায় প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট 

ব্রাহ্মণবাড়িয়া, 9 February 2024, 27 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপ‌জেলার কু‌মিল্লা-সিলেট মহাসড়কে জেলাপ্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দদূষণের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৪টি পরিবহনকে ৪ টি মামলায় ৫,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং গাড়িগুলো থেকে ৬টি হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়। একইসা‌থে প্রায় ৫০ টি বাস, ট্রাক, অ‌টো‌রিকশাতে শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার সে‌টে দেয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন, মোঃ ইকরামুল হক নাহিদ। পরিবেশ অধিদপ্তরের সহকারী প‌রিচালক বিসল চক্রবর্ত্তী এবং বাংলা‌দেশ পু‌লিশ বা‌হি‌নীর সদস্যরা সহযোগিতা করেন। এরূপ কার্যক্রম প‌রি‌বেশ অধিদপ্তর, ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা কার্যালয় কর্তৃক অব্যাহত থাকবে।