ব্রাহ্মণবাড়িয়ায় ‘৯৯৯’-এ ফোন পেয়ে সাততলা ভবনের পাইপ থেকে মাদ্রাসা ছাত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 20 January 2024, 35 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবড়িয়া : ব্রাহ্মণবড়িয়া শহরের খৈয়াসার এলাকার একটি সাত তলা বিশিষ্ট মাদ্রাসা ভবনের পাইপ বেয়ে ক্লাস ফাঁকি দিয়ে পালানোর সময় বিপজ্জনক অবস্হায় ষষ্ঠ তলা  ভবনের পাইপে আটকে যাওয়া মোঃ সবুজ (১৩) নামে সেখানকার এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১২ টার দিকে  ‘৯৯৯’-এ ফোন পেয়ে খৈয়াসার এলাকার সালমা সাঈদ তাহফিজুল কোরআন মাদ্রাসা ভবনের পাইপ বেঁয়ে নিচে নামার সময় ভবনের পাইপ থেকে  ওই মাদরাসা ছাত্রকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্র সবুজ সরাইল উপজেলার রাণিদিয়া গ্রামের হাজি শামসুল হকের ছেলে। ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, মাদ্রাসা ছাত্র সবুজ ক্লাস ফাঁকি দিয়ে পাইপ বেয়ে পালানোর সময় ষষ্ঠতলা বরাবর গিয়ে আটকে গেলে তাকে দেখে ৯৯৯ এ ফোন দিয়ে আমাদেরকে অভিহিত করলে আমরা সেখানে গিয়ে রশি বেয়ে বিশেষ কৌশলে জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করি এবং মাদ্রাসা পরিবারের কাছে হস্তান্তর করি।