শনিবার থেকে বৃষ্টি আরও বাড়বে

সারাদেশ, 6 August 2021, 495 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে আজও (শুক্রবার) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে শনিবার থেকে তা বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, শনিবার থেকে ক্রমাগত বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। রোববার থেকে অঝোর ধারার মতো বৃষ্টি নামবে যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙ্গামাটিতে ৫৭ মিলিমিটার।