ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ট্রাকচাপায় অটোরিকশার চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 23 January 2022, 344 বার পড়া হয়েছে,

জাকারিয়া জাকির : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

রবিবার সকালে শহরের মহাসড়কের কাউতুলী মোড়ে এই দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৮-৫০ বছর হবে। এই ঘটনায় ট্রাকটির চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, চারলেন মহাসড়কের কাজে নিয়োজিত একটি বালুবাহী ট্রাক আশুগঞ্জ অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কাউতুলী মোড়ে একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।