সরাইলে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া, 25 February 2023, 200 বার পড়া হয়েছে,

মো.রুবেল মিয়া : ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সরাইলে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৫ ফেব্রুয়ারি, শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় উন্নত মানের গাভী, ষাঁড়, ছাগল, কবুতর হাঁস মুরগি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করেন ৭২জন খামারী।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা সংরক্ষিত আসন-৩১২ এর সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার চৌধুরী।

গণমাধ্যমকর্মী জহিরুল ইসলাম রিপনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন ,আওয়ামী লীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম খন্দকার প্রমুখ।

পরে বিকালে পর্যায়ক্রমে বড় প্রাণী, ছোট প্রাণী, পোষা প্রাণী নিয়ে অংশগ্রহণকারি খামারীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সকল খামারীদের মাঝে সান্তনা পুরস্কার ও সার্টিফিকেট দেয়া হয়।

উল্লেখ্য, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল সরাইল এর আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস‍্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।