নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদন্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বি,এম,ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিতু মিয়া প্রমুখ।
সহকারি কমিশনার( ভূমি) মোঃ মেহেদী হাসান খাঁন শাওনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এম পি,উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি মহাবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি, শিক্ষক সমিতি, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, প্রশিকাসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
তাছাড়াও ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় মসজিদে দোয়া, মন্দিরে প্রার্থনা করা সহ হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।