সরাইলে শতাধিক অসহায় পরিবারের মাঝে মানবতা’র শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 16 December 2021, 541 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতা’র উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর ) সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণীতে সভাপতিত্ব করেন আব্দুল আজ্জি। সহযোগীয়তায় ছিলেন এশিয়া ব্যাংকের উদ্দোক্তা মোহাম্মদ রিপন, চাকুরীজীবি মৌজাহিদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শাক্কু মিয়া, মোঃ মাফুজ, মানবতার সদস্য’সহ আরও অনেকে।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া’র কর্ণধার কোহিনূর আক্তার প্রিয়া। সঞ্চালনায় ছিলেন সানিয়া ইসলাম।
এছাড়াও হোসনা সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ শিশুকে কাপড় দিয়ে সহায়তা করা হয়।
হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণকালে ‘মানবতা’র প্রতিষ্ঠাতা ফজলে রাব্বি বলেন, যারা আমাদেরকে অর্থায়ন, শ্রম ও মেধা দিয়ে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমাদের সংগঠনের প্রতিটি সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের অক্লান্ত পরিশ্রমেয় আজকের এই সংগঠন।