মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (২৫) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন।
শনিবার ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা ২নং গ্যাস ফিল্ড সংলগ্ন পাম্পের সামনে এই ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গৌতম পাড়ার ধন মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, গত শুক্রবার বিকালে গৌতমপাড়ার কাসেম আলীর ছেলে জামানের সঙ্গে শফিকুল ইসলামের চাচাতো ভাই বাক-প্রতিবন্ধী আব্দুল্লাহ’র ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটি হয়। তারপর উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে গ্রামের মুরুব্বিরা তা মিটমাট করে দেন। সন্ধ্যার দিকে শফিকুল ইসলামের ট্রাকটি নিয়ে ২নং গ্যাস ফিল্ড সংলগ্ন পাম্পের সামনে থামালে হঠাৎ জামান (৩০) শফিকুল ইসলামকে ঝাপটিয়ে ধরলে তার ছোট ভাই রিয়াদ (২১) শফিকুল ইসলামের বুকের ডান পাশে ছুরিকাঘাতে করে গুরুত্বর ভাবে আহত করে। স্থানীয়রা শফিকুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যার কারণ সম্পর্কে স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন বলেন, ফুটবল খেলার ঝগড়া নিয়ে আজকে শফিকুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারী জামান ও রিয়াদকে গ্রেপ্তারের জন্য পুলিশের তিনটি দল অভিযানে আছে বলে জানান ওসি।