সুবিধাবঞ্চিত পথশিশুদের সাথে নবীনগরের ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া, 6 October 2022, 132 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : কয়েকশ অসহায় ও ছিন্নমূল সুবিধাবঞ্চিত পথশিশুর সাথে খেলাধুলা করে দুপুরের খাবার খেয়ে উপহার দিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উপজেলা নির্বাহী অফিসার মো. একরামুল সিদ্দিক।

বৃহস্পতিবার সারাদিন নবীনগর পৌর এলাকার আলমনগরের একটি পার্কে ব্যতিক্রমী এ আয়োজন এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান, পথশিশুদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা এবং তাদের মানসিক বিকাশ ঘটাতে এ আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নবীনগর পৌরসভার কাউন্সিলর আবু হানিফ, সমাজসেবক শাহিন রেজা টিটু, নারী নেত্রী পুতুল বেগমসহ অনেকেই।

উল্লেখ্য, নবীনগরের উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক বিভিন্ন সময় উপজেলার অসংখ্য অসহায় ও ছিন্নমূল সুবিধাবঞ্চিত পথশিশুসহ তাদের পাশে দাঁড়িয়েছেন। এলাকায় তিনি মানবিক ইউএনও হিসেবেও পরিচিত।