নবীনগরে নৌকায় উচ্চস্বরে মাইক লাগিয়ে নাচানাচি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া, 24 July 2021, 453 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় করোনা ভাইরাসের প্রতিরোধে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে বুড়িনদীর শাখা নদীতে নৌকায় মাইক-স্পিকার লাগিয়ে উচ্চস্বরে গান ও গণজমায়েত হওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করা হয়েছে। শনিবার নবীনগর ললঞ্চঘাট এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অভিযুক্তদের ৫হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ৩০/৩৫জনের একদল যুবক ইঞ্জিন চালিত নৌকায় বড় বড় সাউন্ড বক্স ও মাইক লাগিয়ে ভ্রমণের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন। তারা নৌকার উপরে সামিয়ানা লাগিয়ে অশালীন ভঙ্গিতে লাফালাফি ও হৈচৈ করছিলেন। স্থানীয়রা নিষেধ করার পরও তারা শুনেননি। খবর পেয়ে থানার পুলিশ সাথে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ৫হাজার টাকা জরিমানা করেন ও সাউন্ড বক্স গুলো জব্দ করেন। তার সাথে ছিলেন নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নূরে এ আলম।

বিষয়ে জানতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের নাম্বারে কল দিলে বন্ধ পাওয়া যায়।

তবে ভ্রাম্যমাণ আদালতে থাকা নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নূরে-এ আলম জানান, ‘ভ্রাম্যমাণ আদালতে যুবকেরা তাদের দোষ স্বীকার করায় ৫হাজার টাকা জরিমানা করা। পাশাপাশি তাদের সাউন্ড বক্স গুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। (সরোদ)