গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1144210 বার পড়া হয়েছে,
আমি কণিকেরই এই ধরাতে’ চায়না সুখের বুক বিলাস-১
কখন জানি’ হইয়া যাইবো আমি লাশ= আমার এক সেকেন্ডে নাই বিশ্বাস-২
যারা আমার আত্মীয় সজন কেহ করবে কবর আমার’ আবার কেউ আনবে কাপন=
কেহই আবার করবে রোদন’ তারাই কাটবে ঝড়ের বাস=৩:
মিছে মাইয়ার’ এই সংসার জ্ঞাতি’ সব কিছু রবে পরে’ তোমার হবে গো ইতি=
থাকবে সেদিন সকল স্মৃতি’ ভালো মন্দ হবে পাস=৪:
কাঁধে নিয়ে আমারি কাঠি’ চটিপাড়ার মিজানেরে’ দিবেগো মাটি= আমি করে থাকলে ভুল তো রুটি’ করবে ক্ষমা সবাই আমায়’ আছে গো বিশ্বাস।
(সংক্ষিপ্ত পরিচিতি : মোহাম্মদ মিজানুর রহমান রানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার অন্তর্গত ১০ নং গোকর্ণ ইউনিয়ন পরিষদের চটি পাড়া গ্রামে জন্মলাভ করেন। ১২ বছর যাবত এই গুনি শিল্পী ‘মিজান সরকার’ বহু লোকসঙ্গীত লিখে সুর ও কন্ঠ দিয়ে আসছেন।)