মুখলেছুর রহমান অভি, সৌদি আরব প্রতিনিধিঃ
সৌদি আরবের আল জুবাইলে কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত চান্দিনা উপজেলা প্রবাসী কল্যাণ পরিষদের পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় স্থানীয় আল মদিনা হোটেলে চান্দিনা উপজেলা প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আবুল খায়ের এর সভাপতিত্বে ও সংঘটনের সাধারণ সম্পাদক এনামুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংঘটনের উপদেষ্টা হাজি মিলন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংঘটনের প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম সুমন। বিশেষ অতিথি ছিলেন সংঘটনের প্রধান পৃষ্ঠপোষক মোস্তফা কামাল, উপদেষ্টা বেলাল হোসেন,সিনিয়র সহ সভাপতি শফিউল্লাহ শাহ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ রানা,মোঃ সোলাইমান, বেলাল আহমেদ, রফিকুল ইসলাম সহ আরো অনেকে। এসময় প্রায় দুই শতাধিক প্রবাসীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, চান্দিনা উপজেলা প্রবাসী কল্যাণ পরিষদ প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে ও প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন সবাই। এর আগে দেশে ও প্রবাসে অবস্থানরত সকলের মঙ্গলের জন্য মোনাজাত করা হয় ও নৈশভোজে অংশ গ্রহণ করেন সবাই।