সৌদি আরবের আল জুবাইলে যুবদলের কমিটি ঘোষণা 

প্রবাসী খবর, 20 December 2022, 155 বার পড়া হয়েছে,
মুখলেছুর রহমান অভি,সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবের আল জুবাইলে আল জুবাইল প্রাদেশিক যুবদল পুনর্গঠন উপলক্ষে গতকাল সন্ধ্যায় সার্ক কফি হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আল জুবাইল প্রাদেশিক বিএনপির সভাপতি সোহেল আরমানের সভাপতিত্বে ও রাসেল আহমেদ ভুইয়ার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় শুন্য পদ সহ যুবদলের কমিটি ঘোষণা করেন আল জুবাইল প্রাদেশিক বিএনপির সভাপতি সোহেল আরমান।
উক্ত কমিটিতে সভাপতি হাজ্বী এনামুল হক মনি, সিনিয়র সহ সভাপতি নাজমুল হাসান সোহাগ, সাধারণ সম্পাদক মিরাজ উদ্দীন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোতালেব হোসেন ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে  দুলাল হোসেন কে।
এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি জসিম উদ্দীন শামীম – সহ সভাপতি  শেখ আব্দুল মান্নান,পূর্বাঞ্চল কেন্দ্রীয়  বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহমেদ সোহেল, পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির   যুগ্ম সাধারণ  সম্পাদক হেলাল উদ্দীন ভুইয়া, শ্রমিক দলের সহ সভাপতি জালাল উদ্দিন মোল্লা, নগর বিএনপির সভাপতি মানিক মিয়া,  স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিক তাজ সহ আরো অনেকে।
এসময় আল জুবাইল প্রাদেশিক বিএনপির   অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত সবাই মিষ্টি মুখ করেন এবং নবনির্বাচিত সভাপতি এনামুল হক মনি ও সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন সহ কমিটির  নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ । নবগঠিত কমিটির নেতৃত্বে যুবদল আরো এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।