গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1144037 বার পড়া হয়েছে,
দৃষ্টিনন্দন শৈল্পিক তার পেশা
চা পাতা ছেড়া নয়কো নেশা।
ভোর থেকে ঐ দূর পাহাড়ে
কড়া রোদে চামড়া পুড়ে।
চা শ্রমিকের জীবন সমাজ
জেনে মন ভীষণ লাজ।
কাটছে সময় অর্ধাহারে
ঝড় বৃষ্টিতে অনাহারে।
চড়াসুদের ঋণে
লাল গাভী আনে কিনে।
পাড়া-পড়শী সবে জানে
সংসারে যেন সুখ আনে।
স্বচ্ছল হলে চা শ্রমিক
মালিকের মনে ধিক।
ছিঁড়বে না পাতা মজুরি কমে
তাইতো ফন্দি করে যমে।
হঠাৎ একদিন খবর পায়
গাভী মরছে বিষ খায়।
গোপনে ফিসফিস সাথে সাথে
হুজুর বাবাজী দোষী তাতে।
নেই কোন প্রতিবাদ
চলছে এমন সহস্র আঘাত।
চোখের জলে বুক ভাসে
বিবেক কুড়ে কুড়ে খায় সর্ব গ্রাসে।
রক্ত পিপাসুদের ক্ষিধে তবে
মিঠে না কভু এই ভবে।