শেখ রাজেন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিনে অভিযানে জেলা স্বাস্থ্য বিভাগ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্হানে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে জেলা শহরের খৈয়াসার এলাকার লিবার্টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং কুমারশীল মোড় এলাকার আলিফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস জানান, স্থাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক এবং হাসপাতালের বৈধ কোনো কাগজ পত্র না থাকায় জেলা শহরের খৈয়াশার এলাকার লিবার্টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং কুমারশীলমোড় এলাকার আলিফ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। এসময় কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়। যেসব প্রতিষ্ঠানের অনুমোদন নেই, সেগুলো সিলগালা করে বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয়।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে চারদিন চলবে তাদের এই অভিযান।