ব্রাহ্মণবাড়িয়ায় পিএফজি আয়োজিত নির্বাচনকালীন সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 18 November 2025, 31 বার পড়া হয়েছে,
মুজিবর রহমান খান,ব্রাহ্মণবাড়িয়া : দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আয়োজিত “জাতীয় সংসদ নির্বাচনকালীন, নির্বাচনপূর্ব ও পরবর্তী সময়ে রাজনৈতিক ও ধর্মীয় সহিংসতা নিরসনে করণীয়” শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে কাউতলী স্বপ্নতরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজি’র উপদেষ্টা হাফিজুর রহমান মোল্লা কচি এবং সঞ্চালনায় ছিলেন পিস অ্যাম্বাসেডর এস এম শাহীন।

প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নিরূপা ভৌমিক, আর প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ভিপি মোঃ জহিরুল হক।

স্বাগত বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসেডর এ বি এম মোমিনুল হক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “সংঘাতমুক্ত, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন এবং রাজনৈতিক দলসমূহকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়ার রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সংঘাতমুক্ত নির্বাচন সম্ভব নয়। রাজনৈতিক দলগুলো যদি চব্বিশের গণঅভ্যুত্থান থেকে শিক্ষা না নেয়, তাহলে তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক।

তিনি আগত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা গাজী নিয়াজুল করীম, সিপিবির জেলা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, গণ অধিকার পরিষদের লিটন হোসেন জিহাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।