গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1167421 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া একটি পুকুর থেকে এক ব্যক্তির (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে পৌর এলাকার রেলওয়ে কুমারপাড়া কলোনি এলাকার একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। তবে সন্ধ্যা নাগাদ তার পরিচয় পাওয়া যায়নি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশের পকেটে গাঁজা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। ধারণা করা যাচ্ছে এই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন।
তিনি জানান, লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।