গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1144308 বার পড়া হয়েছে,
জাকারিয়া জাকির : সাড়ে ৭ঘন্টা বন্ধ থাকার পর সারাদেশের সাথে সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী ট্রেনের বগির চাকা উঠানোর পর রেল চলাচল স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে মুকুন্দপুর সেকশনে তেলবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে ঢাকা-চট্রগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, সকালে চট্রগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারি ট্রেন ঘটনাস্থলে যায়। দীর্ঘ সাড়ে ৭ ঘন্টা পর সিলেটের সাথে রেল চলাচল স্বাভাবিক হলো।