হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 11 December 2023, 60 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
সোমবার (১১ ডিসেম্বর) রাত দেড়টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. আসলাম হোসেন বলেন, গত রবিবার রিফাত নামের এক যুবক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে ওইদিন রাতে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ওই অজ্ঞাত ব্যক্তি মারা যায়৷ লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ওই ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন। তারপরও পরিচয় শনাক্ত হয়নি।
এদিকে, আগামী মঙ্গলবার দুপুরে বেওয়ারিশ লাশের দাফনকাজ করা হবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন।