ডা. মুরাদকে অবাঞ্ছিত ঘোষণা করল জেলা বিএনপি

রাজনীতি, 8 December 2021, 380 বার পড়া হয়েছে,

বিতর্কিত সদ্য পদত্যাগকারী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জামালপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা বিএনপি। মুরাদ হাসান জামালপুরে প্রবেশ করলে তাকে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা।

জামালপুর শহরের স্টেশনবাজার রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে মঙ্গলবার সন্ধ্যায় ডা. মুরাদ হাসানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সদস্য সচিব শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

বিএনপি নেতারা বিক্ষোভ সমাবেশ থেকে তাদের বক্তব্যে আরও বলেন, খালেদা জিয়া, তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যদানকারী ডা. মুরাদ হাসানকে জামালপুরে অবাঞ্ছিত ঘোষণা করছি। তাকে জামালপুরে ঢুকতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

এ সময় ডা. মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে বলেও জানান বিএনপি নেতারা।