ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের হাতে মাদকসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 9 November 2025, 30 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মোঃ শরিফ উদ্দিন (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। আটককৃত মাদক কারবারী শরিফ উদ্দিন জেলার আশুগঞ্জ থানার ভবানিপুর গ্রামের সফিকুর রহমান (হুজুর) এর ছেলে।

রবিবার (৯ নভেম্বর) সকাল ০৮:৪০ মিনিটের দিকে সদর উপজেলার সুলতানপুর নামক এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদক (গাঁজা) সহ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) রতেপ চন্দ্র দাশ জানান, মাদকসহ আটক আসামীর বিরুদ্ধে আইনগয় ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।