আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 4 November 2025, 12 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার ৩ নভেম্বর রাত ২১:৪৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লালপুর ইউনিয়নের চরলালপুর এলাকায় ডাকাতদলের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১ টি ছুরি ও ১ টি দা উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করে। এ সময় ডাকাতদলের অন্যান্য সদস্যরা কৌশলে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী হলেন – মোঃ রাজন (৩৮) পিতা-মৃত এলেম খাঁন, লালপুর, নামা বায়েক, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।
আশুগঞ্জ থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।