যৌথবাহিনির মাদক বিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা আসামি আটক-৬ 

ব্রাহ্মণবাড়িয়া, 3 October 2024, 17 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনাকালে ভারতীয় মালামাল ও দেশীয় অস্ত্র সহ ১ জন এবং সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৫ জনসহ ৬ জন আসামীকে গ্রেফতার করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান এর নির্দেশে, সহকারী পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, কসবা সার্কেল এর দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম এর সার্বিক তত্ত্বাবধানে আখাউড়ায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আখাউড়া থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ৩ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৪.৩০ ঘটিকার সময় আখাউড়া উপজেলার ৫ নং আখাউড়া দক্ষিণ ইউপি, ৬নং ওয়ার্ডের দ্বিজয়পুর (গাজীর বাজার) থেকে আসামী আফজাল হোসেন প্রকাশ জুম্মান(৩৪), তার শয়ন কক্ষে থাকা অবৈধ বিপুল পরিমান ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি আফজাল হোসেন প্রকাশ জুম্মান (৩৪) আখাউড়ার গাজীর বাজার ৫ নং ইউপি’র ৬ নং ওয়ার্ডের মৃত মোখলেছুর রহমানের ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় ১টি চোরাচালান আইনে মামলা ও ১টি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
অন্য আরেকটি অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ মশিউর রহমান খান, এসআই(নিরস্ত্র) মোঃ এরশাদ মিয়া, এ.এস.আই(নিরস্ত্র) উৎপল দেওয়ান, এএসআই(নিরস্ত্র) রনি বড়ুয়া, এএসআই(নিরস্ত্র) ইকবাল হোসেন, এএসআই (নিরস্ত্র) ধীমান বড়ুয়া ও সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে একেই দিনে রাত্রিবেলা অভিযান পরিচালনাকালে ১জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও ৪জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মনির মিয়া,
মোছাঃ রুহেনা আক্তার, মোঃ আবুল মিয়া, মোঃ স্বপন মিয়া, আল আমিন।
গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়।